জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে হারের পর বেশ কিছু বিষয়কে কাঠগড়ায় দাঁড় করানো যেতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিকেট পাড়ায় যেসব দিক নিয়ে সমালোচনা হচ্ছে, তার মধ্যে
আছে স্লগ ওভারে মুশফিকুর রহিমের ব্যাটিং। টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরুর পরও ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৩০৩ রান দাঁড়ায় বাংলাদেশের সংগ্রহ, জিম্বাবুয়ে যা টপকে যায় হেসেখেলে। শেষদিকে যেভাবে রান তোলার
দরকার ছিল, মুশফিকের ব্যাটিং মোটেও সেরকম ছিল না। ৪৫ ওভার শেষে মুশফিকের রান ছিল ৩৫, ততক্ষণে মোকাবেলা করেছেন ৩৩ বল। ৫০ ওভার শেষে সেই মুশফিকের নামের পাশে ৫২ রান, ৪৯ বলের মোকাবেলায়। শেষ ৫ ওভারে ১৬ বল
মোকাবেলা করে রান করেছেন মোটে ১৭। ৪৬তম ওভারে ক্রিজে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ ১২ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন। ম্যাচ শেষে অধিনায়ক
তামিম ইকবাল জানিয়েছিলেন, জয়ের জন্য যে রান প্রয়োজন ছিল তারচেয়ে ১৫-২০ রান কম করেছে বাংলাদেশ। তবে এজন্য মুশফিকের স্লগ ওভারের ব্যাটিংকে দোষারোপ
করতে নারাজ বাঁহাতি ওপেনার। তিনি বলেন, ‘২-১ জনের দিকে আঙুল তোলা আমি বলব ‘অন্যায়’। পুরো গ্রুপ হিসেবেই আরও ১৫-২০ রান করা যেত। ক্রিজে সবাই সবার সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। তারা আগেও অনেকবার করেছে। তাই আমি
আমার ব্যাটারদের দিকে আঙুল তুলবো না।’৫ উইকেটে হারের দিনে তামিম তাই ইতিবাচক কিছু খুঁজে পাচ্ছেন না। তার ভাষায়, ‘কোনো পজিটিভ দিকই নেই। লিটন ভালো ব্যাট করেছে। দীর্ঘ সময় পর ওয়ানডেতে ফিরে বিজয়
ভালো খেলেছে। মুশফিকও ভালো ব্যাট করেছে। গত কিছু দিন ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিল। তবে হারার পর আসলে ইতিবাচক দিক খুঁজে পাওয়া কঠিন।’