বিজ্ঞানীরা পূর্ব চীনে একটি নতুন ভাইরাস শনাক্ত করেছেন। এটি প্রাণী থেকে উ’দ্ভূত। এতে কমপক্ষে কয়েক ডজন মানুষ সংক্রমিত হয়েছে। যদিও আতঙ্কিত হ’ওয়ার কিছু নেই বলে দাবি গবেষকদের। খবর বিবিসির। বিবিসির
প্রতিবেদন বলছে, শানডং ও হেনান প্রদেশে ৩৫ জন রোগীর মধ্যে ল্যাংয়া হেনিপাভাইরাস (লে-ভি) পাওয়া গেছে। সংক্রমিতদের অনেকেরই জ্বর, ক্লান্তি এবং কাশির মতো উ’পসর্গ ছিল। প্রাণী থেকে ভাইরাসটি সংক্রমিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও লে-ভি মানুষের মধ্যে
সংক্রমণ করতে পারে এমন কোনো প্রমাণ নেই। চীন, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার গবেষকদের লেখা একটি চিঠিতে এবং এই মাসে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্র’কাশিত একটি চিঠিতে এই আবিষ্কারটি তুলে ধরা হয়েছে। গবেষকদের একজন, সিঙ্গাপুরের
ডিউক–NUS মেডিকেল স্কু’লের ওয়াং লি’নফা, চীনের রাষ্ট্র-চালিত গ্লোবাল টা’ইমসকে বলেছেন যে, এখনও পর্যন্ত পাওয়া লে-ভির ঘটনাগুলো মারাত্মক বা খুব গু’রুতর নয়, তাই ‘আ’তঙ্কিত হওয়ার দরকার নেই।’