1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
গরমে নাজেহাল জনজীবন, তাপমাত্রা হতে পারে ৪০ ডিগ্রি - ২৪ ঘন্টাই খবর

গরমে নাজেহাল জনজীবন, তাপমাত্রা হতে পারে ৪০ ডিগ্রি

  • আপডেট করা হয়েছে: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৯৬ বার পঠিত

শীতের আঁচ কাটিয়ে গ্রীষ্মের শুরু হয়েছে। ইতিমধ্যেই আবার তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বাংলায় ফাল্গুনের শেষ সপ্তাহ হলেও তাপমাত্রা চৈত্রের মতোই গরম! তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। যা মার্চ মাসে সর্বোচ্চ ৪০ ডিগ্রি পর্যন্ত হতে পারে। আর এ মাসের ১৫ তারিখের পর কালবৈশাখী ঝড়ও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ক্রমশ বেড়ে চলছে। দুপুরের দিকে তীব্র তাপমাত্রায় রাজধানীবাসীর অবস্থা নাজেহাল হয়ে যায়। বিকেলের দিকে তাপমাত্রা কিছুটা কমলেও ভোর থেকে ফের বাড়তে শুরু করে তা। আর সূর্য উঠলে কয়েকগুণ পর্যন্ত বেড়ে যায় তাপমাত্রা। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, এ মাসের ১৫ তারিখের পর ঝড়-বৃষ্টি শুরু হতে পারে। ইতোমধ্যে তাপমাত্রা বেড়ে গেছে। সামনে আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

তীব্র এই গরমে অফিস-আদালত কিংবা বাসার বাইরে থেকে কাজ করা মানুষের কষ্ট বেশি হয়। রাজধানীর কয়েকজন রিকশাচালকের সঙ্গে কথা বললে তারা জানান, দিনের শুরুতে রিকশা চালাতে খুব বেশি ঘাম ঝড়ে না। রোদের তাপ খুব বেশি থাকে না। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ চড়াও হতে থাকে। এতে গরম বেশি লাগে। অসহ্য লাগে তা।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা বা মাঝারি ধরণের এবং একদিন তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। এছাড়াও পূর্বাভাসে আরও বলা হয়েছে, মার্চের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে দুই থেকে তিনটি মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের অপেক্ষায় কিছুটা বেশি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com