বিজয়ের বাংলা: বিস্ফোরকদ্রব্য আইন ও পুলিশের ওপর হামলা করে আহতের মামলায় হেফাজত নেতা মামুনুল হককে খুলনা আদালতে হাজির করা হয়েছে।
অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে তাকে কড়া পুলিশি নিরাপত্তায় হাজির করা হয়।
আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে খুলনা মহানগরীর পাওয়ার হাউস মোড় এলাকায় বোমা বিস্ফোরণ ও পুলিশের ওপরে হামলার ঘটনা ঘটে।
ওই ঘটনায় ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি সোনাডাঙ্গা মডেল থানায় মামলা করেন এসআই আলমগীর কবীর (বর্তমান পুলিশ পরিদর্শক)। মামলা নং ২৩ (এসটিসি ৭০/১৫)।
এর পর এসআই মোক্তার হোসেন ২০১৫ সালে আদালতে চার্জশিট দাখিল করেন। আজ এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন নির্ধারণ ছিল। আদালতের কার্যক্রম শেষে তাকে ফের ঢাকায় কারাগারে নেওয়া হবে।