1. atikurrahman0.ar@gmail.com : MD : MD Atikurrahaman
  2. Mijankhan298@gmail.com : Mijankhan :
  3. mbbrimon@gmail.com : MBB Rimon : MBB Rimon
  4. shamimulislamtanvirrana@gmail.com : MD Tanvir Islam : MD Tanvir Islam
  5. shafiulislamtanzil@gmail.com : Safiul Islam Tanzil : Safiul Islam Tanzil
 

খাল পরিষ্কার করে পাওয়া যাচ্ছে ফ্রিজ-টেলিভিশন-সোফা!

  • প্রকাশিত: ০৭:৫২ pm | বৃহস্পতিবার ৮ অক্টোবর, ২০২০
  • ২০৯ বার পঠিত

বিজয়ের বাংলা ডেক্স:-খাল পরিষ্কার করে পাওয়া যাচ্ছে ফ্রিজ-টেলিভিশন-সোফা!

রাজধানীর মিরপুর-১ এলাকার ‘গোদাগাড়ি খাল’ পরিষ্কারে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

বুধবার (৭ অক্টোবর) পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।

ময়লার স্তূপ জমে পুরো খাল পরিণত হয়েছিল ডাস্টবিনে। এ কারণে দেখে বোঝার উপায় ছিল না এটি খাল! এতে

পানি চোখে পড়তো না। দীর্ঘদিন পরিষ্কার না করায় তলদেশে মাটি জমে উঁচু হওয়ায় পানির গভীরতা খুব কম।খাল

পরিষ্কার করে পাওয়া গেছে নষ্ট ফ্রিজ, টেলিভিশন, বাথরুমের কমোড, স্যুটকেস, স্কুল ব্যাগ, গাড়ির টায়ার, বালিশ,

সোফা, জাজিম, তোশক, চেয়ার ও বড় পানির বোতল। প্রতিটি জিনিসের নাম লিখে ডিএনসিসি এগুলো প্রদর্শনী

করেছে।ডিএনসিসি’র কার্যক্রম দেখতে আশপাশের শত-শত মানুষ ভিড় করে। খালে পানি দেখে খুশি এলাকাবাসী।