এবার খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির জন্য গান গেয়েছেন অস্ট্রেলিয়ার এক শিল্পী।ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে ওই গানটি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।গানে গানে বেগম জিয়ার মুক্তির আবেদন ইংরেজিতে ফুটিয়ে তোলেন শিল্পী এড্রিনা।লিরিকে বলা
হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই/ আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে অন্যায়ের প্রতিবাদ করি।এর আগে খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির জন্য গান গেয়েছিলেন পোলান্ডের সঙ্গীত শিল্পী নাটালিয়া।গানের বিষয়ে বাংলাদেশ
ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট কায়াস মাহমুদ বলেন, বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের মানুষের স্বপ্নের বাস্তবায়নকারী চোখের মনি বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক আজ এইটাই সবার কাম্য।