1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
খালেদা জিয়াকে নিয়ে যে আবদার করলেন বোন শেখ হাসিনার কাছে! - ২৪ ঘন্টাই খবর

খালেদা জিয়াকে নিয়ে যে আবদার করলেন বোন শেখ হাসিনার কাছে!

  • আপডেট করা হয়েছে: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৭৮৬ বার পঠিত

প্রধানমন্ত্রীকে ‘বোন’ সম্বোধন করে বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেন, আমার বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ. আপনি খালেদা জিয়াগে বিদেশে যেতে দিন। মানবতা দেখিয়েছেন, আরেকটু দেখান। শুক্রবার (৩ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে

গণফোরামের ষষ্ঠ কাউন্সিলের বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।এসময় কাদের সিদ্দিক বলেন, ‘আমি বঙ্গবন্ধুর প্রেমিক। আমির তার মেয়ে শেখ হাসিনাকে গালি দিতে পারি না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি যা বলেছেন তা আমি সমর্থন করি।

কিন্তু তিনি তা আবেগের বশবর্তী হয়ে বলেছেন, যা সংবিধানের আলোকে বলতে পারেন না।’দেশের এই অবস্থার জন্য বিএনপিকে দায়ী করে প্রবীণ এই রাজনীতিবীদ বলেন, ‘দেশের বড় বিরোধী রাজনৈতিক দল বিএনপি। কিন্তু তারা কোনো আন্দোলনে নামে না। তেলের দাম বাড়ে,

জিনিসপত্রের দাম বাড়ে বিএনপি আন্দোলন করে না। ধর্ষকের শাস্তির দাবিতে তারা রাস্তায় নামে না।’ তিনি বলেন, ‘বিএনপি জামায়াতের ওপর ভর করেছে। তারা মনে করেছে প্রোগ্রাম হলে জামায়াত লোক আনবে।

জামায়াত মনে করেছে বিএনপি লোক আনবে।’ কাদের সিদ্দিকী আরও বলেন, ‘আমি ঐক্যফ্রন্টে গিয়েছিলাম ড. কামাল হোসেনকে দেখে, তার ওপর ভরসা করে, বিএনপিকে দেখে নয়। যতদিন বিএনপিতে জামায়াত থাকবে ততদিন আমি বিএনপির সঙ্গে নেই।’

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com