1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
খাওয়ার মধ্যে ঘন ঘন পানি খান, জেনে নিন এর ক্ষতিকর! - ২৪ ঘন্টাই খবর

খাওয়ার মধ্যে ঘন ঘন পানি খান, জেনে নিন এর ক্ষতিকর!

  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৮৫২ বার পঠিত

সুস্থ থাকার জন্য পর্যাপ্ত পানি পান করা জরুরি। পানি আমাদের শরীর সচল রাখতে সহায়তা করে। এছাড়াও পানি শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে। সেই সঙ্গে শরীরে অক্সিজেনের জোগান দেয়ার

মতো কাজও করে পানি। তাইতো প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করার পরামর্শ দেন চিকিৎসকরা।
অনেকেই মনে করেন বেশি বেশি পানি খেলেই সুস্থ থাকবেন। যা মোটেও সঠিক নয়। কারণ পানির সব গুণ

পেতে হলে তা খেতে হবে ঠিকভাবে, কয়েকটি নিয়ম মেনে। না হলে গ্লাসের পর গ্লাস পানি পান করে ফেললেও মিলবে না সুফল। বরং প্রাচীন চিকিৎসা শাস্ত্রের মতে, ভুল পদ্ধতিতে পানি পান করলে উল্টো

কুপ্রভাব পড়তে পারে শরীরের উপর। খাবার হজমে সমস্যা হতে পারে এক্ষেত্রে।প্রথমত কোনো ভারী খাবার খাওয়ার মধ্যে পানি পান করতে ‌একেবারেই নিষেধ করা হয়। এমনকি, খেতে বসার ঠিক আগে কিংবা খেয়ে

উঠে সঙ্গে সঙ্গেই পানি পান করলেও হতে পারে হজমের সমস্যা। কারণ এ সময়ে শরীরে পানি ঢুকে গ্যাসট্রিক জ্যুসের সঙ্গে মিশে যেতে পারে। তার ফলে তার কাজের ক্ষমতা কমে গিয়ে খাবার হজম হতে বেশি সময় লাগতে পারে।তাই খাওয়ার ৩০ মিনিট আগে নতুবা খাওয়ার আধা ঘণ্টা পর পানি পানের পরামর্শ দেয়া হয়।

তবে খাওয়ার মাঝে এক-দুই চুমুক পানি খাওয়াই যায়। তবে এই সময়ে হালকা উষ্ণ পানি পান করাই ভালো। হজমে সাহায্য করে উষ্ণ পানি। শরীরও বেশি আর্দ্র থাকে। তাছাড়া একবারে ঢকঢক করে পানি খাওয়াও উচিত নয়। ধীরে সুস্থে খাওয়াই ভালো।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com