1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
কয়েক মিনিটেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট - ২৪ ঘন্টাই খবর

কয়েক মিনিটেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

  • আপডেট করা হয়েছে: বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১০৭ বার পঠিত

বাবর আজমের পাকিস্তান এখন ব্যস্ত নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে। কঠিন লড়াইয়ের পর প্রথম ম্যাচটা ১৬ রানে জিতে চলে গেছে বিশ্বকাপের খুব কাছেও। ওদিকে ভারতীয় দল সুপার লিগের

সিরিজ খেলতে অবস্থান করছে জিম্বাবুয়েতে। সিরিজ শেষ করেই দুই দলের গন্তব্য হবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে ভারত পাকিস্তান অংশ নেবে এশিয়ান শ্রেষ্ঠত্বের আসর

এশিয়া কাপে। সেই টুর্নামেন্টের মূল আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচের টিকিট অনলাইনে ছাড়া হয়েছে গতকাল। তার কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে টিকিট। পাকিস্তানের সংবাদ

মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানাচ্ছে, পরম আরাধ্য সেই ম্যাচের টিকিট বুকিং করতে প্রায় সাড়ে সাত লাখ মানুষ হুমড়ি খেয়ে পড়েছিলেন আমিরাতের জনপ্রিয় টিকিট

বেচাকেনার ওয়েবসাইট প্ল্যাটিনামলিস্টে। সেই অনলাইনে টিকিট কেনা বেচার ওয়েবসাইট এমন ট্র্যাফিকের চাপ নিতে পারেনি মোটেও। মুহূর্তেই ক্র্যাশ করে সেই সাইট। সশরীরে টিকিট কেনাবেচাতেও

বড় সাড়াই পাওয়া গেছে। চোখের পলকে বিক্রি হয়ে গেছে সব টিকিট। স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, টিকিট বিক্রি শুরুর আগে থেকেই লোকারণ্য হয়ে পড়েছিল সব বুথ। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে টিকিট প্রত্যাশীরা

পেয়েছেন সোনার হরিণের দেখা। আগামী ২৮ আগস্ট দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের সেই লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল। দুই চিরপ্রতিদ্বন্দ্বী গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে একই ভেন্যুতে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ভারতকে ১০ উইকেটের ব্যবধানে

হারিয়েছিল পাকিস্তান। তবে এবারের এশিয়া কাপে দুই দল কেবল একবারই মুখোমুখি হবে না। সম্ভাবনা আছে তিন বার মুখোমুখি হওয়ারও। টুর্নামেন্টের ফরম্যাট যেমন, এ আর বি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার ফোরে। রাউন্ড রবিন

ভিত্তিতে সেখানে সব দল খেলবে একে অপরের বিপক্ষে। যদি ভারত আর পাকিস্তান এ গ্রুপের শীর্ষ দুই দল হয়ে শেষ করে গ্রুপ পর্ব, তাহলে আগামী ৪ সেপ্টেম্বর দুই দল মুখোমুখি হবে আবারও। সুপার ফোরের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। সেখানে যদি

শীর্ষ দুই দল হয় ভারত আর পাকিস্তান, তাহলে আগামী ১১ সেপ্টেম্বর দুই সপ্তাহের ব্যবধানে তিন বার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। গেল বিশ্বকাপের পর থেকে যেমন ফর্মে আছে দুই দল, এমন কিছু হয়ে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com