1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
কে হচ্ছেন শাকিব খানের নতুন নায়িকা? - ২৪ ঘন্টাই খবর

কে হচ্ছেন শাকিব খানের নতুন নায়িকা?

  • আপডেট করা হয়েছে: বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১০৬ বার পঠিত

বিদেশ থেকে ফিরেই চিত্রনায়িকা বুবলীকে বিয়ে ও সন্তান প্রকাশ্যে আসার ঘটনায় এখন আলোচনায় রয়েছেন শাকিব খান। এরইমধ্যে পরিচালক রায়হান রাফি ঘোষণা

দিলেন শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের। প্রশ্ন উঠেছে, কে হচ্ছেন শাকিব খানের নতুন নায়িকা। শাকিব খান শুরুতে জুটি বেঁধে কাজ করেছেন শাবনূরের সঙ্গে। এরপর

সর্বাধিক সিনেমায় জুটি গড়েন অপু বিশ্বাসের সঙ্গে। অপু বিশ্বাস পর্বের পর একের পর এক ছবি করেন শবনম বুবলীর সঙ্গে। সর্বশেষ শাকিব খান কাজ করেছেন পূজা চেরির সঙ্গে।

শোনা যাচ্ছিল, পূজা চেরির সঙ্গে একাধিক ছবিতে জুটি গড়তে যাচ্ছেন শাকিব। রায়হান রাফির নতুন সিনেমা ঘোষণা করার পরও স্বাভাবিকভাবেই শোনা গিয়েছিল, পূজা চেরির নাম। কিন্তু পরিচালক রায়হান রাফি জানালেন তার সিনেমায় শাকিবের বিপরীতে পূজা থাকছেন না।

তাহলে কে হচ্ছেন শাকিবের নতুন নায়িকা? এমন প্রশ্নে কোনো কিছুই খোলাসা করেননি রায়হান রাফি। শুধু বললেন, ‘শাকিবের বিপরীতে নতুন কাউকে নিচ্ছি। আর কাকে নেব সেটা চমক হিসেবেই রাখছি। শিগগির সবকিছু জানিয়ে দেব।’

রায়হান রাফি আরও জানালেন, এই বছরের ডিসেম্বর নাগাদ শুরু হবে তার নতুন সিনেমার শুটিং। গল্পও বলবেন নিজের স্টাইলেই।

এদিকে শাকিব খানের সঙ্গে ছবি পোস্ট করে ফেসবুকে রায়হান রাফি লেখেন, ‘আমার প্রথম সিনেমা মুক্তির পর থেকেই শাকিব খান ভক্তদের এবং আমার ভক্তদের—সবারই অনুরোধ ছিল, আমি যেন শাকিব ভাইয়াকে নিয়ে সিনেমা বানাই। আমার নিজেরও

অনেক ইচ্ছে ছিল। কিন্তু এমন কোনো গল্পে আমরা পৌঁছাতে পারছিলাম না, যে গল্পে আমাদের দুজনেরই বিশ্বাস ছিল। অবশেষে আমার এবং আমাদের সিনেমাপ্রেমী দর্শকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। বাংলাদেশি সিনেমার

সুপারস্টার শাকিব খানের সঙ্গে পরিচালক রায়হান রাফির কোলাবোরেশন আসছে খুব শিগগির।’ রাফি আরও বলেন, ‘দামাল’-এর পর আমার সবচেয়ে বড় ভেঞ্চার নির্মিত হতে যাচ্ছে এস কে ফিল্মসের সঙ্গে। আমার

এই সিনেমার প্রযোজক হিসেবে আছেন টপি খান ও মনিরুজ্জামান। এই ছবির নায়ক হিসেবে আছেন সবার প্রিয় শাকিব খান। আর নায়িকা হিসেবে কে থাকছেন তা সবার জন্য চমক রইল। দোয়া করবেন আমার জন্য।’

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com