কুষ্টিয়ার মিরপুরে কবর দেওয়ার ২৭ বছর পর মিলল মনজুর মল্লিক নামে একজনের অক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।লাশটি দেখার জন্য দূর-দূরান্ত থেকে শত শত মানুষ ছুটে
আসছে।শুক্রবার সকালে ঐ উপজেলার হালসা ডাকঘরের অন্তগত মাজিহাট গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়, ২৭ বছর আগে অসুস্থ হয়ে মারা যান মাজিহাট গ্রামের মনজুর মল্লিক। পরে পারিবারিক কবরস্থানে
তাকে দাফন করা হয়।মনজুর মল্লিকের ছেলে সালামত জানান, ২৭ বছর আগে তার বাবার মৃত্যু হলেও লাশে কোনো পরিবর্তন আসেনি, পচেনি। এমনকি কাফনের কাপড়ও নষ্ট হয়নি।মনজুর মল্লিকের স্বজনরা জানান,
সকালে বাড়ির পেছনের ঐ পারিবারিক কবরস্থানের পাশে ঘর নির্মাণের জন্য মাটি খোঁড়া শুরু হয়। এক পর্যায়ে কবর থেকে মনজুর মল্লিকের অক্ষত লাশ উঠে আসে। পরে দুপুর ১২টার দিকে লাশটি সরিয়ে অন্য স্থানে দাফন করা হয়েছে।