1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
কুরআন মন্দিরে হিন্দুরা রেখেছিল, এ কথা পাগলেও বিশ্বাস করবে নাঃ হানিফ - ২৪ ঘন্টাই খবর

কুরআন মন্দিরে হিন্দুরা রেখেছিল, এ কথা পাগলেও বিশ্বাস করবে নাঃ হানিফ

  • আপডেট করা হয়েছে: শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৬৮৫ বার পঠিত

বিজয়ের বাংলা: গতকাল কুমিল্লায় মন্দিরে দুর্গোৎসব চলাকালে হিন্দু ধর্মের লোক পবিত্র ‘কোরআন শরিফ’ রেখেছিল, এ কথা পাগলেও বিশ্বাস করবে না।

এটা রাখাই হয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্যই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে কুষ্টিয়া শহর আওয়ামী লীগের পরিচিতি সভায় যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, যারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কাতর সেই বিএনপি-জামাত জোটের ইন্ধনে এ ঘটনা ঘটানো হয়েছে। এর মাধ্যমে তারা সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকল এজেন্সি মাঠে রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টাকারীদের কঠোর ভাবে দমন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com