1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
কারাগারে বসেই এইচএসসি পরীক্ষা দিলেন অস্ত্র মা;ম'লার পাঁচ আসামি! - ২৪ ঘন্টাই খবর

কারাগারে বসেই এইচএসসি পরীক্ষা দিলেন অস্ত্র মা;ম’লার পাঁচ আসামি!

  • আপডেট করা হয়েছে: শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৭২৯ বার পঠিত

লক্ষ্মীপুরে অস্ত্র ও বিস্ফোরণ মামলার ৫ আসামি কারাগারে পরীক্ষা দিচ্ছে। ৬ আসামির মধ্যে জালিস মাহমুদ নামে একজন বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১০ টায় কারাগারেই বেসে পদার্থ বিজ্ঞান (তত্ত্বয়ী) প্রথমপত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। অপর ৪শিক্ষার্থীরা ৫ ডিসেম্বর যুক্তিবিদ্যা

পরীক্ষায় অংশগ্রহণ করবে। জালিস রামগঞ্জ উপজেলার সাউদেরখিল গ্রামের বাসিন্দা ও রামগঞ্জ মডেল কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী। অন্যরা হলেন উপজেলার রতনপুর গ্রামের মোহাম্মদ তাইয়ুব, হাতিপুরের ইফতেখার আহমেদ ফয়সাল, দরবেশপুর গ্রামের তাহমুন হোসেন

মামুন, নোয়াগাঁওয়ের ফজলে রাব্বি। তারা একই কলেজের মানবিক বিভাগের ছাত্র।লক্ষ্মীপুর কারাগারের জেলার শাখাওয়াত হোসেন বলেন, ৬ জন শিক্ষার্থীই অস্ত্র ও বিস্ফোরক মামলার আসামি। জেল কোড নিয়ম মেনেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একজনের পরীক্ষা হচ্ছে। বাকিদের

পরীক্ষা ৫ ডিসেম্বর। এ ব্যাপারে রামগঞ্জ থানা পুলিশ জানায়, নির্বাচনকে কেন্দ্র করে ২৭ নভেম্বর রাতে র‌্যাব-পুলিশের যৌথ টহলকালে ভাদুর গ্রামের যুগী বাড়িতে অভিযান চালানো হয়। এতে পৌর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক শাহ আলম সিদ্দিকী জীবন, ছাত্রলীগ নেতা পিজু ও ওই ৫

পরীক্ষার্থীসহ ৩১ জনকে একটি এলজি ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বেলেন, অস্ত্রসহ আটক ৩১ জনের বিরুদ্ধে র‍্যাবের পক্ষ থেকে এজাহার দাখিল করা হয়। পরে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com