নেত্রকোণার কলমাকান্দায় ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলায় ৬২টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৭ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। আজ
বৃহস্পতিবার সকালে উপজেলার আমবাড়ি এলাকায় এসব বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। এ ছাড়া আমবাড়ি বাজারে সেনাবাহিনী অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প করে ওষুধসহ বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছে, উদ্ধার কার্যক্রমও চালানো হচ্ছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ঘূর্ণায়মান ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে যা প্রতিঘণ্টায় ২০ হাজার লিটার পানি বিশুদ্ধ করতে সক্ষম।
এসময় উপস্থিত ছিলেন ঘাটাইল সেনা নিবাসের এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আবুল হাসেম,
ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান, এ এফ ডাব্লিওসি, পিএইচসি, কমান্ডার ৭৭ পদাতিক ব্রিগেড, মেজর নেসারুল হক আশিক, ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, সিনিয়র সাংবাদিক মো. ফখরুল আলম খসরু প্রমুখ।