ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে মেহেদী হাসান আরদীন (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। শনিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার চরকালিগঞ্জ বেবি সাহেবের ডকইয়ার্ডের সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মেহেদী একই থানাধীন শুভাঢ্যা ইউনিয়নের খেজুরবাগ মন্দির এলাকার আব্দুল মান্নানের ছেলে। নিহতের মা মুক্তা বেগম জানান, মেহেদী শুক্রবার বিকেলে বাড়ির পাশে
খোলা জায়গায় ঘুড়ি ওড়াচ্ছিল। মিরেরবাগ বাবার বাড়িতে যাওয়ার সময় তাকে নিয়ে যেতে চাই। কিন্তু সে খেলা ছেড়ে যেতে চায়নি। পরে তাকে রেখেই একাই চলে যান মুক্তা বেগম। সন্ধ্যার পরে বাড়ি ফিরে দেখেন ছেলে ঘরে নেই। অনেক খোঁজাখুঁজির পরও সারারাত আর ছেলের সন্ধান মেলেনি। তিনি আরো জানান, শনিবার বুড়িগঙ্গা নদীতে একটি শিশুর লাশ ভাসছে- এমন কথা লোকমুখে শুনে নদীর তীরে ছুটে যান মা মুক্তা
বেগম। নৌপুলিশ এসে লাশটি উদ্ধার করলে মুক্তা তার ছেলের লাশ শনাক্ত করেন। সদরঘাট নৌ থানা পুলিশের এসআই শহীদ বলেন, সকাল দশটার দিকে কচুরিপানার সঙ্গে বুড়িগঙ্গা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে
ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠিয়েছি। এ সময় নিহত শিশুটির গায়ে বেশকিছু আঘাতের চিহ্ন দেখা গেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। তবে ময়নাতদন্তের পর শিশুটির মৃত্যু রহস্য জানা যাবে।