বিজয়ের বাংলা: কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. সাহেল নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রোববার সন্ধ্যা ৬টার দিকে মেরিন ড্রাইভের সাবরাং জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাহেল টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ও টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ডের জামাল হোসেনের ছেলে।
এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। তারা হলেন, একই এলাকার আবদুর রাজ্জাকের ছেলে সালাউদ্দিন (২১) ও টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ডের মো. কালার ছেলে মো. সাইফুল (২৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু মেরিনড্রাইভ সড়কে উঠে অতিরিক্ত গতিতে চালানো শুরু করে। এ সময় তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মেরিনড্রাইভ সড়ক থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট এলাকার খাদে পড়ে যায়।
স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। কক্সবাজার হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে স্কুলছাত্র মো. সাহেল মারা যান।
টেকনাফের স্থানীয় সাংবাদকর্মী গিয়াস উদ্দিন ভুলো জানান, আহত দুই বন্ধুর অবস্থাও আশঙ্কাজনক। তারা কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটে বলেও উল্লেখ করেন তিনি।