1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ওয়াজ মাহফিল শুনতে গিয়ে বাড়ি ফেরা হলো না সুরুজের - ২৪ ঘন্টাই খবর

ওয়াজ মাহফিল শুনতে গিয়ে বাড়ি ফেরা হলো না সুরুজের

  • আপডেট করা হয়েছে: শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩
  • ১২৫ বার পঠিত

ময়মনসিংহে ওয়াজ মাহফিল শুনতে গিয়ে নিখোঁজ সুরুজ আলী (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ জানুয়ারী) জেলার ফুলপুর উপজেলার বড়ইকান্দি এলাকায় কংস নদ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়,বৃদ্ধ সুরুজ আলী জেলার হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নের চরপাড়া এলাকার বাসিন্দা। বৃদ্ধ সুরুজ আলীর ছেলে না থাকায় চার মেয়ের বাড়িতে পালাক্রমে থাকতেন। ঘটনার দিন গত ৩১ ডিসেম্বর সুরুজ আলী

জেলার ফুলপুর উপজেলার ঠাকুরবাখাই গ্রামে মেয়ে খাইরুন্নাহারের বাড়িতে ছিলেন। ওই দিন বিকালে জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া মাদ্রাসার বড়-সভা শুনতে বের হয়ে পরে আর বাড়িতে ফিরে যাননি।

পরে সুরুজ আলীর মেয়ে ও তার মেয়ের জামাই অনেক খোঁজাখোঁজি করেও কোন সন্ধ্যান পায়নি। শুক্রবার (৬ জানুয়ারী/২৩) দুপুরে স্থানীয় লোকজন বালিয়ার বড়ইকান্দি কলাপাড়া এলাকায় কংস নদে মরদেহ ভাসতে দেখে

পুলিশকে খবর দেয়। পরে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে নিখোঁজ সুরুজ আলীর মেয়ে ও মেয়ের জামাই এসে মরদেহ শনাক্ত করেন।

এবিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন নিহতের মেয়েদের বরাত দিয়ে বিডি২৪লাইভ কে বলেন সুরুজ আলী একজন আত্মভোলা

ও বয়স্ক ব্যক্তি,তাই রাস্তা ভুলে কংস নদীতে পড়ে তার মৃত্যু হতে পারে। এবং নিহতের মেয়েদের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com