বিশ্বব্যাপী ২০১৯ সালে ১২ লাখের বেশি মানুষ মারা গেছেন এন্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে। এক বৃহৎ গবেষণার বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি এ খবর জানিয়েছে।এ সংখ্যা ম্যালেরিয়া অথবা এইচআইভি সংক্রমণে বার্ষিক মৃত্যুর চেয়েও বেশি।গবেষণা প্রতিবেদনে বলা হয়, এন্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া বিশ্বের প্রতিটি মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি।
তবে দরিদ্র দেশগুলো এর খারাপ প্রভাবের সবচেয়ে বড় শিকার।তাহলে এর প্রতিকার কি? গবেষকরা বলছেন, নতুন ওষুধ (বিশেষ করে এন্টিবায়োটিক) আনতে হবে। তা না পারলে, সঠিকভাবে প্রচলিত ওষুধগুলো রোগীদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে।প্রতিবেদনে বলা হয়, যেসব (ব্যাকটেরিয়া) সংক্রমণের কারণে লোকজন মারা যাচ্ছেন, সেগুলো আগে চিকিৎসার মাধ্যমে সেরে
উঠতো।কিন্তু এখন সে সংক্রমণগুলো আর সেরে উঠছে না। কারণ, ব্যাকটেরিয়া ওষুধ প্রতিরোধী হয়ে পড়েছে। তাই কাজ করছে না এন্টিবায়োটিকে।যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা সম্প্রতি সতর্ক করে বলেন, ব্যাকটেরিয়ার ওষুধ প্রতিরোধী হয়ে ওঠা একটি ‘নীরব মহামারি।’ এটা করোনা মহামারির প্রেক্ষাপটে বাড়তে পারে।এ কারণে তারা দায়িত্বের সঙ্গে রোগীদের এন্টিবায়োটিক
খাওয়ার পরামর্শ দিতে চিকিৎসকদের আহ্বান জানিয়েছেন।গবেষণা প্রতিবেদনটি চিকিৎসা বিষয়ক বিখ্যাত ম্যাগাজিন ল্যানসেটে প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ব বিদ্যালয়ের নেতৃত্বে আন্তর্জাতিক একটি গবেষক দল ২০৪টি দেশে তা গবেষণা পরিচালনা করে।তারা দেখেছেন যে, ২০১৯ সালে ৫০ লাখ মানুষ মারা গেছেন, যাদের ক্ষেত্রে এন্টিবায়োটিক কাজ করেনি। এদের মধ্যে ১২ লাখ মানুষের মৃত্যু হয়েছে সরাসরি ওষুধপ্রতিরোধী সংক্রমণে।