1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ওমিক্রন: আফ্রিকা থেকে আসা বি.বাড়িয়ার ৭ জনের বাড়িতে লাল পতাকা! - ২৪ ঘন্টাই খবর

ওমিক্রন: আফ্রিকা থেকে আসা বি.বাড়িয়ার ৭ জনের বাড়িতে লাল পতাকা!

  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৭৮৮ বার পঠিত

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ভয়ংকর ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ায় ৭ ব্যক্তির বাড়িতে লাল পতাকা টানানো ও হোমকোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া আখাউড়া স্থলবন্দরে স্বাস্থ্য পরীক্ষা ও যাত্রী পারাপারসহ বাড়তি নজরদারির কথা জানানো হয়েছে।সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন জেলা প্রাশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন।এ সময় বক্তব্য রাখেন জেলা

সিভিল সার্জন ডা. মো. একরামুল্লাহ, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি।সভা সূত্র জানায়, দক্ষিণ আফ্রিকা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে ১ জন, কসবার ৩ জন,

নবীনগরে ১ জন ও সদর উপজেলার ২ জন দেশে এসেছেন। তাদের ব্যাপারে দ্রুত অনুসন্ধান চালিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতসহ লাল পতাকা টাঙিয়ে দিতে হবে। এছাড়া করোনার টিকা দ্রুত বাড়াতে সিদ্ধান্ত হয়। রেজিস্ট্রেশনকৃত দুই লাখ ব্যক্তিকে দ্রুত টিকা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয় সভায়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com