ধামরাইয়ে এসএসসি পরীক্ষায় ফেল করায় রাশেদুল ইসলাম টিটু (১৭) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেবৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নিজঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। নিহত স্কুলছাত্র
উপজেলার কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল গ্রামের জামাল উদ্দিনের ছেলে।পুলিশ ও স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ২০২১ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হলে রাশেদুল ইসলাম ফেল করে। পরীক্ষায়
ফেল করার অপমান সহ্য করতে না পেরে ক্ষোভ ও দুঃখে বাড়ির নিজকক্ষে গলায় রশি দিয়ে ফাঁস দেয়। বাড়ির লোকজন জানতে পেরে রাশেদুল ইসলামকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত
ঘোষণা করে।নিহত স্কুলছাত্র রাশেদুল ইসলাম ধামরাই হার্ডিঞ্জ স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।ধামরাই থানার এসআই এ কে এম সাইদুজ্জামান আরটিভি নিউজকে জানিয়েছেন,
এসএসসি পরীক্ষায় ফেল করায় একছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।