আগামী ২৮ আগস্ট থেকে শ্রীলংকায় এশিয়া কাপ শুরু হওয়ার কথা। কিন্তু সেখানকার উত্তাল পরিস্থিতিতে প্রতিযোগিতা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। আর্থিক মন্দায়
পরিস্থিতি ঘোলাটে হয়ে যাওয়া শ্রীলংকা যদি এশিয়া কাপ আয়োজন করতে না পারে তাহলে আসরের আয়োজক হতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্র্ড (বিসিবি)।
এশিয়া কাপ শ্রীলংকায় হওয়া প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী বলেন, এখনই কোনও মন্তব্য করতে পারব না। আমরা শ্রীলংকার পরিস্থিতির দিকে নজর রাখছি।
অস্ট্রেলিয়া ক্রিকেট দল শ্রীলংকা সফরে সবে মাত্র খেলল। তাদের ওখানে এশিয়া কাপ হবে কি না তা নিশ্চিত হওয়ার জন্য আমাদের আরও এক মাস অপেক্ষা করতে হবে। তার পরেই মন্তব্য করতে পারব।