1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগেই একি সমস্যার কবলে পান্ট - ২৪ ঘন্টাই খবর

এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগেই একি সমস্যার কবলে পান্ট

  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ১৮০ বার পঠিত

সপ্তাহ খানেক পরেই মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের আসর। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেয়ার জন্য এই বড় মঞ্চ পাচ্ছে এশিয়ার শীর্ষ দলগুলো। আগামী ২৮ আগস্ট

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করবে ভারত। তাদের বিপক্ষে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ উইকেটে হেরেছিল বিরাট কোহলির দল। এ কারণে এশিয়া কাপের চেয়ে

বেশি উন্মাদনা ছড়াচ্ছে ভারত-পাকিস্তান লড়াই। এই ম্যাচের আগে কিছুটা স্নায়ুচাপে ভুগছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ট। তিনি জানিয়েছেন বড় ম্যাচের আগে এমনটা হয়েই

থাকে। এ প্রসঙ্গে পান্ট বলেন, ‘একটু স্নায়ুচাপে ভুগতে বাধ্য। কিন্তু এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। বড় ম্যাচ ও সিরিজের আগে প্রতিটি দলই স্নায়ুচাপে ভুগে। পাকিস্তানের বিপক্ষে আমাদের প্রথম

ম্যাচ এবং এই ম্যাচে আমরা পূর্ণ সামর্থ্য নিয়ে খেলবো।’ এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত বেশ ভালোভাবেই প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন পান্ত। দুটি টুর্নামেন্টেই ভারত তাদের

পারফরম্যান্সের প্রতিফলন দেখাবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তিনি বলেন, ‘২০২২ বিশ্বকাপের খুব বেশি দূরে নেই। আমাদের দলের প্রস্তুতি শতভাগ ঠিক পথেই রয়েছে।

আমরা আমাদের প্রক্রিয়া নিয়ে কাজ করছি ধারাবাহিকভাবে এবং দুটি সিরিজেই (এশিয়া কাপ ও বিশ্বকাপ) আপনারা এটির প্রতিফলন দেখতে পারবেন।’

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com