1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
এবার সিরাজগঞ্জে ৬০ বছরের বৃদ্ধ ৭ বছরের এক শিশু ধ,র্ষণ চেষ্টায় আটক - ২৪ ঘন্টাই খবর

এবার সিরাজগঞ্জে ৬০ বছরের বৃদ্ধ ৭ বছরের এক শিশু ধ,র্ষণ চেষ্টায় আটক

  • আপডেট করা হয়েছে: রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৯১ বার পঠিত

সিরাজগঞ্জের তাড়াশে ৭ বছরের এক শিশুকে ধ,র্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। শনিবার (১৩ আগস্ট) বিকালে

উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত বৃদ্ধ ওই গ্রামের মৃত ছবির উদ্দিনের ছেলে হাজী আমজাদ হোসেন (৬০)। ভুক্তভোগী

শিশুটির বাবা জানান, শনিবার বিকালে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে আমার মেয়ে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে শাপলা ফুল তোলার জন্য যায়। লম্পট আমজাদ হোসেন

গ্রামের শেষপাড়ায় গনি বিএসসির পুকুরপাড়ে তাকে শাপলা ফুল তুলে দেওয়ার কথা বলে ফুসলিয়ে নিয়ে ধ,র্ষণের চেষ্টা করে। বাড়িতে আসার পর মেয়েকে অনেকটা দুর্বল মনে হচ্ছিল। এছাড়া প্রস্রাব

করতে গিয়ে প্রচণ্ড ব্যাথা অনুভব করায় কান্নাকাটি করছিল। বিষয়টি অস্বাভাবিক মনে হলে মেয়েকে জিজ্ঞেস করলে সে আমাদের বলে, শাপলা ফুল তুলে দেওয়ার কথা বলে তাকে পুকুরপাড়ে ডেকে নিয়ে আমজাদ হাজী তার লজ্জাস্থানে

আঙ্গুল দিয়ে যৌন নিপিড়ন করেছে। পরে স্থানীয়রা গিয়ে লম্পট হাজী আমজাদ হোসেনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। স্থানীয়দের মাধ্যমে জানা যায়,

আমজাদ হোসেন এর আগেও একাধিক ঘটনা ঘটিয়েছে। এছাড়া পুলিশ ও র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছিল জেল খেটেছেন যৌন কেলেঙ্কারির দায়ে আমজাদ হোসেন। তাড়াশ থানার

অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com