1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
এবার বিচারের কাঠগড়ায় অং সান সুচি - ২৪ ঘন্টাই খবর

এবার বিচারের কাঠগড়ায় অং সান সুচি

  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৪৮ বার পঠিত

বিজয়ের বাংলা:
অং সান সুচি মিয়ানমারে সহিংসতায় উসকানি দেয়ার অভিযোগে গৃহ’বন্দী নেত্রী অং সান সুচিকে বিচারের মুখোমুখি করেছে সা’মরিক জান্তা। সুচির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে কয়েক

দশকের জেল হতে পারে।আজ (মঙ্গলবার) ট্রায়াল সেশনের পর সুচির আইনজীবী খিন মং জাও বলেন, অ’ভিযোগের বিষয়ে তার মক্কেল নিজেকে নির্দোষ দাবি করেছেন ও তিনি সুস্থ

আছেন বলেই মনে হয়েছে। এর এক সপ্তাহ আগে অসুস্থতার ক’থা বলে অং সান সুচি অন্য একটি আদালতের শু’নানিতে উপস্থিত হওয়া থেকে বিরত থাকেন। আইনজীবী খিন মং আরো বলেন,

সরকারি কৌঁসুলিদের সাক্ষ্য নিয়েছে আদালত। গত বছরের নির্বাচনের সময় সুচি ক’রোনাভাইরাসের নিয়ন্ত্রণ ল’ঙ্ঘন করেন। ওই নির্বাচনে তার দল লীগ ফর ডেমোক্রেসি বিপুল বিজয় লাভ করে

তবে সামরিক বাহিনী বলেছিল, নির্বাচনে বড় রকমের অনিয়ম হয়েছে। চলতি ব’ছরের প্রথম দিকে মিয়ানমারের সামরিক বাহিনী ক্যু’র মাধ্যমে

সুচি এবং তার দলকে ক্ষমতাচ্যুত করে। তবে সুচিকে আটকের পরপরই দেশের জনগণ ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়ে ওঠে। বর্ত’মানে তিনি গৃহবন্দী অবস্থায় রয়েছেন এবং অবৈধভাবে ওয়াকি-টকি রেডিও

আমদানি করাসহ নানা ধ’রনের অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে আগস্ট মাসে জান্তা প্রধান মিং অং হ্লেইং নিজেকে মিয়ানমারের

প্রধানমন্ত্রী ঘোষণা করেন। তিনি প্রতি’শ্রুতি দিয়েছেন যে,২০১৩ সালের মধ্যে দেশে সাধারণ নির্বাচন দেবেন।সূত্র- পার্সটুডে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com