1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
এবার পাগলীর সন্তানের পিতা হলেন কক্সবাজারের এমপি বদি - ২৪ ঘন্টাই খবর

এবার পাগলীর সন্তানের পিতা হলেন কক্সবাজারের এমপি বদি

  • আপডেট করা হয়েছে: সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৮৭৮ বার পঠিত

বিজয়ের বাংলা:
কক্সবাজার টেকনাফে পাগলীর গর্ভে জন্ম নেয়া নবাগত শিশুটির পিতা হয়েছেন সাবেক ক’ক্সবাজার-৪ (উখিয়া- টেকনাফ) আসনের এমপি আব্দুর রহমান বদি। তিনি এই সব দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে। নবজাতক

এই কন্যা শিশুটির নাম রাখা হয়েছে মরিয়ম জারা। সোমবার বিকালে টেকনাফ পৌরসভা হতে তাদের নামে (বদি/শাহীনা) শিশুটির জন্ম নিবন্ধন হয়। এই প্রক্রিয়া শেষে তা প্রকাশ করলে মুহূর্তের মধ্যে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে

ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বলছেন, যে যা বলুক আজ থেকে শিশু মরিয়ম জারার পিতা সাবেক এমপি আব্দুর রহমান বদি এবং মা শাহীনা আক্তার। এ মহৎ কাজের জন্য হাজারো মানুষ তাকে স্বাগত জানিয়েছেন। এই বিষয়ে বার বার মোবাইলে কল করা হলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য

নেয়া সম্ভব হয়নি। তবে এ বিষয়ে টেকনাফে কর্মরত সাংবাদিক এবং পৌর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত সানিকে নিশ্চিত করেছেন বলে যুগান্তরকে জানিয়েছেন। টেকনাফ উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল যুগান্তরকে জানান, মা এবং মেয়ে সুস্থ আছে, তবে মঙ্গলবার তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া

হবে। তিনি আরও জানান, আমিও শুনেছি পাগলীর জন্ম দেয়া শিশুটির পিতা হয়ে দায়িত্ব নিয়েছেন সা’বেক এমপি আব্দুর রহমান( বদি)। উল্লেখ্য, গত শনিবার রাতে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও কর্তব্যরত নার্সের সহযোগিতায় শিশু মরিয়ম জারা পৃথিবীতে আগমন করে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com