1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
এবার পদ্মায় বিশাল ঢাই মাছ যেটি বিক্রি হলো ৩৫ হাজার টাকায় - ২৪ ঘন্টাই খবর

এবার পদ্মায় বিশাল ঢাই মাছ যেটি বিক্রি হলো ৩৫ হাজার টাকায়

  • আপডেট করা হয়েছে: শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৫৯ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকার পদ্মায় জেলের জালে ১১ কেজি ও’জনের বিলুপ্ত প্রজাতির বি”শাল এক ঢাই মাছ ধরা পড়েছে। মাছটি ৩২০০ টাকা কেজি দরে ৩৫ হা”জার ২০০ টাকায় বিক্রি করা হয়েছে। শনিবার সকালে

দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে মানিকগঞ্জের জেলে রাম হালদারের জা’লে মাছটি ধরা পড়ে। জানা গেছে, সকাল ৬টার দিকে পদ্মার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় জাল ফেলে জেলে রাম এবং তার সহকারীরা। প্রায় দুই কিলোমিটার ভাটিতে

কর্ণেশনা এলাকায় গিয়ে তারা জালে বড় ধরনের টান অনুভব ক’রেন। এই সময় জাল টেনে তীরে তুলে দেখেন বড় একটি ঢাই মাছ ধরা পড়েছে। সকাল ৮টার দিকে মা”ছটি দৌলতদিয়া ফেরিঘাটের আড়তে নেয়া হয়। সেখানে উম্মুক্ত নিলামের

মাধ্যমে সর্বোচ্চ তিন হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৩৪ হাজার ১০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন ব্যবসায়ী স”ম্রাট শাহজাহান। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে মাছটি তিনি ৩২০০ টাকা কেজি দরে ঢাকার এক ব্যবসায়ীর

কাছে ৩৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেন। সম্রাট শাহজাহান জানান, এখন প্রতিদিনই পদ্মা-যমুনা নদীর এই এ”লাকায় বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলেদের পাশাপাশি ব্যবসায়ীরাও খুশি। গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো.

রেজাউল শরিফ যুগান্তরকে বলেন, পদ্মায় পানি বৃদ্ধির ফলে নদীর বড় বড় মাছগুলো খাবারের সন্ধানে কিনারায় আসছে। এই সুযোগে জেলেরা

জাল ফেলে প্রায় প্রতিদিনই মাছগুলো শিকার করছে। এতে জে”লেরা লাভবান হচ্ছে। তবে মাছগুলো সংরক্ষণ করা গেলে পরবর্তীতে সেগুলো নদীতে বংশ বিস্তার করতে পারত।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com