বিজয়ের বাংলা ডেস্ক:এবার দুই মাথাওলা কন্যা সন্তানের জন্ম হলো!সবই মহান সৃ’ষ্টিকর্তার হুকুম, মঙ্গলবার অপারেশনের মাধ্যমে দুই মাথায়ালা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মাগুরার সোনালী বেগম নামের এক জননী। ঘটনাটি ঘটেছে
মাগুরায় জাহান প্রায়ভেট হাসপাতালে। জানা গেছে,মাগুরা সদর উপজেলার জগদল গ্রামের পলাশের স্ত্রী সোনালি বেগম এই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। মাথা দুইটি হলেও তার দুটি হাত দুই পা এবং প্রসাব
পায়খানার পথ একটি । জন্মের সময় বাচ্চাটি স্বাভাবিক কান্নাকাটি এবং প্রসব পায়খানা করেছে। বর্তমান বাচ্চাটি সুস্থ আছেন। মাগুরা জাহান প্রায়ভেট হাসপাতালে ডাক্তার মাসুদুল হক সফলভাবে এই
অপারেশনটি সম্পন্ন করছেন। ডাঃ মাসুদুল হক জানান, মা এবং বাচ্চা দুজনই সুস্থ আছেন। মা এবং শিশু সন্তান এখন মাগুরা সদর হাসপাতালে ভর্তি আছেন।