1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
এবার টিফিন পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা - ২৪ ঘন্টাই খবর

এবার টিফিন পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

  • আপডেট করা হয়েছে: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ২৩৯২ বার পঠিত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারের পক্ষ থেকে টিফিন পাবে বলে জানিয়েছেন প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। দুই মাসের মধ্যে শিশুরা সরকারি এই সুবিধা পাবেন। রোববার চাঁপাইনবাবগঞ্জ পৌর

এলাকার গণকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সারা দিন ধরে ছেলেমেয়েরা স্কুলে থাকে, ক্ষুধা নিয়ে লেখাপড়ায় ম’নোযোগ দিতে পারে না। শিক্ষার্থীরা যাতে স্কুলে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারে

এই জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা সারা দেশের প্রতিটি স্কুলে টিফিন দেওয়ার ব্যবস্থা করছি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার পদমর্যাদায় উন্নীত করার দাবি দ্রুত বাস্তবায়ন হবে বলে অনুষ্ঠানে উল্লেখ

করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, এক মাসের মধ্যেই শিক্ষকদের গ্রেডের বিষয়ে সিদ্ধান্ত হবে। প্রাথমিকের শি’ক্ষকেরা যেন পদোন্নতি পান সে বিষয়ে আমরা পদক্ষেপ নিচ্ছি, যারা ভালো শিক্ষক তারা যেন পদোন্নতি পেয়ে ডিডি (উপপরিচালক)

পর্যন্ত হতে পারেন, সে বিষয়েও আমরা কাজ করছি। জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ সামিল উদ্দিন আহম্মেদ, সংরক্ষিত আসনের

মহিলা সাংসদ ফেরদৌসি ইসলাম, পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সহসভাপতি রহুল আমিন, সাধারণ সম্পাদক আবদুল ওদুদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com