চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় ব্রাজিল বনাম আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের
স্যার এ এফ রহমান হল মাঠে এমন রোমাঞ্চকর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও ফুটবল ম্যাচে অংশ নেয়। এর সঙ্গে শিক্ষকদের মধ্যকার ম্যাচটি
সবাইকে বাড়তি আনন্দ দেয়। বেলা সাড়ে বারোটায় শুরু হয় খেলা। প্রথম ছাত্রদের মধ্যকার ম্যাচ দিয়ে উদ্বোধন হয় খেলার। পরে ছাত্রী ও শিক্ষকদের ম্যাচ অনুষ্ঠিত হয়। ছাত্র ও ছাত্রীদের দুই ম্যাচে জয়ী হয় ব্রাজিল। এছাড়া ড্র দিয়ে
শেষ হয় শিক্ষকদের লড়াই। প্রীতি ফুটবল ম্যাচে শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও ছিলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীদের নজরকাড়া উপস্থিত। চবির মার্কেটিং বিভাগের চতুর্থ
বর্ষের ছাত্রী আতকিয়া বলেন, ‘আমাদের বিভাগ আগে থেকেই এরকম ম্যাচের আয়োজন করে আসছে। তবে করোনার কারণে বিগত কয়েক বছর এটি হয় নি। তবে আমরা
আবারও আগের মতো নান্দনিক ফুটবল ম্যাচের আয়োজন করেছি। এবারে আয়োজনে বাড়তি মাত্রা যোগ করে ছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহণ।’বিভাগটির সাবেক সভাপতি
অধ্যাপক ড. মোহাম্মদ জাবেদ হোসেন বলেন, এই ধরনের আয়োজন একদিকে শিক্ষার্থীদের মধ্যে সু-সম্পর্ক তৈরি করে অন্যদিকে নিজেদের মনকেও সজীব করে। এছাড়া
এ ধরণের অনুষ্ঠান শিক্ষার্থীদের অর্গানাইজিং ও লিডারশীপ স্কিল বাড়াতে ভূমিকা রাখে। যা তাদের ভবিষ্যত গড়তে সহায়তা করে। খেলায় মার্কেটিং বিভাগের বিভাগের শিক্ষক ও চবি শিক্ষক
সমিতির সাধারণ সম্পাদক ড. সজীব কুমার ঘোষ, ড. মীর হোসেন সোহেল, ড. মুহাম্মদ আলমগীর, ড. শান্ত বনিক, এইচ এম কামরুল হোসেন, সৈকত দাশ ও ইমতিয়াজ উদ্দীন চৌধুরীসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।