বিজয়ের বাংলা:
এবার করোনা ধ্বংসকারী নাকের স্প্রে আবিস্কার করল বাংলাদেশ।মানুষের নাক,নাসিকারন্ধ্র, মুখ গহ্বর ও শ্বাস এবং খাদ্যনালীর মিলনস্থলে অবস্থান করা করোনাভাইরাস ধ্বং’স করতে পারে এমন একটি নাকের স্প্রে উদ্ভাবনের দাবি করেছে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর
কেমিক্যাল মেজারমেন্টস(বিআরআইসিএম)। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে প্রথমবারের মতো বিষয়টি সামনে আনে বিআরআইসিএম।বিআরআইসিএম-এর
প্রতিনিধি বৈঠকে জানান, তারা যে সলুশন তৈরি করেছেন তা ৩/৪ ঘণ্টা পর স্প্রে করা হলে নাক, নাসিকারন্ধ্র, মুখ গহ্বর এবং শ্বাস এবং খাদ্যনালীর মিলনস্থলে অবস্থান করা করোনা ভাইরাস ধ্বংস হবে।এতে কেউ যদি সংক্রমিত ব্যক্তির কাছাকাছি যায় এবং
সংক্রমণ ঘটে, তবে এই স্প্রে ভাইরাস ধ্বংস করবে। আরও জানানো হয়, ঢাকা মেডিক্যাল কলেজ হা’সপাতালে ২০০ জন কোভিড-১৯ রোগীর মধ্যে এই স্প্রের ট্রায়াল করা হয়েছে।এতে কোভিড-১৯ রোগীর
ভাইরাল লোড কমার প্রমাণ পাওয়া গেছে। স্প্রেটির নাম ‘বঙ্গোসেফ ওরো ন্যাজাল স্প্রে’। বাংলাদেশই প্রথম এই ধরনের স্প্রে উদ্ভাবন করেছে দাবি প্রতিষ্ঠানটির। কমিটির সদস্য হাবিবে মিল্লাত জানান, কমিটি এই
স্প্রেটি আরও ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বলেছে। এছাড়া বাং’লাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল ও সংশ্লিষ্ট দফতর থেকে অনুমোদন নিতে বলা হয়েছে।