1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
এবার আর সুযোগ হাতছাড়া করতে চান না এবাদত - ২৪ ঘন্টাই খবর

এবার আর সুযোগ হাতছাড়া করতে চান না এবাদত

  • আপডেট করা হয়েছে: বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ১২৬ বার পঠিত

বাংলাদেশ টেস্ট দলের নিয়মিত সদস্য এবাদত হোসেন। সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটেও বিবেচিত হচ্ছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে স্কোয়াডে প্রথমবারের মতো সুযোগ

পেলেও মাঠে নামেননি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে হুট করেই দলে ডাক। দুই দিনের ব্যবধানে ওয়ানডেতে অভিষেক। ম্যাচে ৩৮ রানে ২ উইকেট ডানহাতি এই পেসারের। ওই ম্যাচের পারফরম্যান্সই

এশিয়া কাপের স্কোয়াডে সুযোগ পান এবাদত। এবাদত টি-২০ ক্রিকেটে পরিকল্পনা করে বোলিং করতে চান। গতকাল ব্যক্তিগত অনুশীলন শেষে সংবাদমাধ্যমকে বলেন, ‘টেস্টে সারা দিন বল করার কারণে

কিছু খারাপ বল হলেও ফিরে আসার সুযোগ থাকে। কিন্তু টি-২০ তে সে সুযোগ নেই। এখানে বুদ্ধি খাটিয়ে বল করতে হবে, যেহেতু উইকেট ভালো থাকবে, ব্যাটাররা আগ্রাসী থাকবে। পরিকল্পনা করে বল

করাটাই মূল লক্ষ্য।’ নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক এবাদত। টেস্টে শুরুতে ধারাবাহিক না হলেও গত দেড় বছর ধরে ভালো বোলিং করছেন এই পেসার। একমাত্র

ওয়ানডেতেও নিজেকে প্রমাণ করেছেন। এখন অপেক্ষায় টি-২০তে নিজেকে প্রমাণের, ‘টেস্টে ভালো করছি। টি-২০তেও ভালো করার চেষ্টায় থাকব ইনশা আল্লাহ।’

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com