1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
এত আলোচনা হবে ধারণা ছিল না : অপু বিশ্বাস - ২৪ ঘন্টাই খবর

এত আলোচনা হবে ধারণা ছিল না : অপু বিশ্বাস

  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২৪০ বার পঠিত

অপু বিশ্বাস ঢাকাই সিনেমার জনপ্রিয় একজন নায়িকা। তিনি সম্প্রতি কলকাতায় গিয়ে আলোচনায় আসেন। অপুর সিঁথির সিঁদুর নেটিজেনদের নজর কাড়ে। বিজয়া দশমীতে কলকাতার কাঁকুরগাছির একটি মণ্ডপে লাল-সাদা শাড়ি পরে সিঁদুর খেলায়

মেতে ওঠেন তিনি। তার সিঁথিতে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে অন্তর্জালে অপুর নতুন বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও পরবর্তীতে সেই গুঞ্জনে পানি ঢেলে দেন নায়িকা। স্পষ্ট জানান, সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সেদিন সকালে আমার একটা ফটোশুট

ছিল, তারপর সিঁদুর খেলা ছিল। অপু বিশ্বাস বলেন, বিভিন্ন সিনেমায় ও পুজোর ফটোশুটে অসংখ্যবার সিঁথিতে সিঁদুর দিয়েছি। বিষয়টি নিয়ে এত আলোচনা হবে ধারণা ছিল না। সাধারণত বিবাহিত নারীরা সিঁদুর খেলা খেলেন। আমি সন্তানের মা,

সে কারণে সিঁদুর খেলায় অংশ নিয়েছি। প্রসঙ্গত, ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। এক সময় শাকিব-অপুর সিনেমা দর্শকদের বেশ সাড়া জাগিয়েছে। তিনি প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com