দায়িত্ব দেয়ার ১৭ দিনের ব্যবধানে মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে অবসরে পাঠিয়েছে সরকার। মঙ্গলবার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য
জানানো হয়। তার জায়গায় নতুন মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পেলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন। গত বছরের ১১ ডিসেম্বর কবির বিন আনোয়ারকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব করা হয়।
কবির বিসিএস (প্রশাসন) ক্যাডারের সপ্তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৮ সাল থেকে কবির সিনিয়র সচিব হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। এরপর তিনি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব নেন।