হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার থেকে ফটিকছড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে বাবুনগর মাদরাসার শিক্ষক আল্লামা ফরিদ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন ৮৭ বছর বয়সী মুহিবুল্লাহ বাবুনগরী।
এর মধ্যে শনিবার সকালে জ্বরে আক্রান্ত হন। পরে জ্বরের মাত্রা বেড়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন কিছুটা সুস্থ আছেন। আশা করছি শিগগির বাড়ি ফিরবেন তিনি।
আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হেফাজতের সাবেক আমির জুনায়েদ বাবুনগরীর মামা। জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর তিনি আমির নির্বাচিত হন।