করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট সংক্রমণ প্রতিরোধে আবারও অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে বাস। তবে এবার আর ভাড়া বাড়ছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বৃহস্পতিবার কোভিড-১৯ এর নতুন ভেরিয়েন্ট ‘ওমিক্রন’ সংক্রমণ নিয়ন্ত্রণ সংক্রান্ত মন্ত্রিসভার বিশেষ বৈঠক শেষে সচিব এ কথা জানানমন্ত্রী পরিষদ সচিব বলেন, গণপরিবহনে অর্ধেক সিট ফাঁকা রেখে যাত্রী
চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে কোনো ভাড়া বাড়ানো যাবে না। এটি পরিবহন সংশ্লিষ্টদের বলে দেওয়া হবে। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত
মন্ত্রিসভার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে খন্দকার আনোয়ারুল ইসলাম একথা জানান সচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি মন্ত্রিসভার এ বৈঠকে যোগ দেন।মন্ত্রিপরিষদ সচিব আরও জানান,
বুস্টার ডোজ দেয়ার ক্ষেত্রে বয়স কমানো হবে কিনা তা দ্রুত জানানো হবে। তবে ফ্রন্টলাইনার্সরা সবাই বুস্টার ডোজ পাবে বলে জানান তিনি। এখন পর্যন্ত লকডাউনের বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়া হয়নি বলেও জানান তিনি।