1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
এইমাত্র পাওয়াঃ বান্দরবানের সেনাবাহিনীর জিপ খাদে, হতাহত ৪ - ২৪ ঘন্টাই খবর

এইমাত্র পাওয়াঃ বান্দরবানের সেনাবাহিনীর জিপ খাদে, হতাহত ৪

  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ১২৫ বার পঠিত

বান্দরবানের থানচি উপজেলায় সেনাবাহিনীর ১৬ ইসিবির একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ায় এক সৈনিক নিহত ও তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ আগস্ট)

বিকেল ৪টার দিকে উপজেলার আলীকদম থানচি সড়কের ডিম পাহাড় এলাকার ২৮ কিলো নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈনিকের নাম শিমুল (২৮)। আহতরা হলেন-

জিপের চালক কর্পোরাল প্রবীর (২৬), সৈনিক ফরহাদ ও সৈনিক ইব্রাহীম। আহতদের উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়েছে। সেনাবাহিনীর

সদস্যদের নিয়ে জিপটি আলীকদম থেকে থানচি আসছিল। ২৮ কিলো নামক স্থানে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট গভীর খাদে পড়ে যায়। থানচি থানার উপপরিদর্শক মোহাম্মদ মহিউদ্দিন জানান, খবর পেয়ে স্থানীয়

লোকজন সেনাবাহিনী পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা হতাহতদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। আহতদের হেলিকপ্টারে করে সম্মিলিত চট্টগ্রাম সামরিক হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com