1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
এইমাত্র পাওয়াঃ ডিপ্লোমা কোর্স তিন বছর করা নিয়ে নতুন তথ্য জানালেন শিক্ষামন্ত্রী! - ২৪ ঘন্টাই খবর

এইমাত্র পাওয়াঃ ডিপ্লোমা কোর্স তিন বছর করা নিয়ে নতুন তথ্য জানালেন শিক্ষামন্ত্রী!

  • আপডেট করা হয়েছে: শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ১২০ বার পঠিত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সারাবিশ্বে কারিগরি শিক্ষায় যে মান অর্জিত হয় আমরা আমাদের কারিগরি শিক্ষায় সে মান নিয়ে আসার চেষ্টা করছি। সে মান নিয়ে আসার পাশাপাশি

এ সেক্টরটাকে আরও প্রশস্ত করা দরকার। তাই আমরা মনে করি ডিপ্লোমা কোর্স তিন বছর হওয়া উচিত। এটি চার বছরের হওয়া উচিত না। শনিবার এক অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের

প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, যারা প্রতিষ্ঠান চালান বিশেষ করে কারিগরি প্রতিষ্ঠান চালান তাদের জন্য হয়তো ডিপ্লোমা কোর্স চার বছর হলে সুবিধা হয়। কিন্তু যে পড়া তিন বছরে পড়ানো সম্ভব সে টেনেটুনে চার

বছরে নিলে বাবা-মায়ের বাড়তি খরচ হয়। আমাদের দেশে এখনো।যেসব শিক্ষার্থী কারিগরি শিক্ষা নিচ্ছেন তাদের বাবা-মায়ের অনেক কষ্ট করে তাদের লেখাপড়া করাচ্ছেন। তাই তাদের একটা বছর

অতিরিক্ত পড়ানো ও সে খরচটা বাবা-মায়ের ওপর দেয়া হচ্ছে এবং এক বছর পরে এ শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে প্রবেশ করছেন। এতে বড় একটা অপার্চুনিটি নষ্ট হচ্ছে। সে জন্য আমাদের এটা ভাবতে হবে। তিনি বলেন, তাই আমি মনে করি ডিপ্লোমা কোর্স

চার বছরের হওয়া উচিত। এতে শুধু খরচ সাশ্রয় আরও অনেক দিক থেকে ভালো হবে। মন্ত্রী আরও বলেন, বিশ্বের অনেক জায়গায় যেখানে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত সেখানে অনার্স কোর্স আছে তিন বছরের।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com