বাংলাদেশকে ঋণ দেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির কাছ থেকে ঋণের প্রথম কিস্তি আাগামী ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০২৬ সালের ডিসেম্বর মাস নাগাদ মিলবে ঋণের পুরোটা।
বুধবার (৯ নভেম্বর) আইএমএফ-এর সাথে বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের চাহিদা মতই ঋণ দেবে আইএমএফ।আগামী তিন মাসের মধ্যে ঋণের সব প্রক্রিয়া শেষ হবে। মোট সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণ দেবে সংস্থাটি।
তিনি বলেন, আইএমএফ-এর শর্ত বাস্তবায়ন নিজেদের জন্যই দরকার।যেভাবে চাওয়া হচ্ছে সেভাবেই ঋণ পাওয়া যাবে।
বিস্তারিত আসছে…