বরুড়া উপজেলার ৯নং উত্তর ও দক্ষিণ শিলমূড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে ইউপির অলি-গলি-বাড়ি, চায়ের দোকান ও বিভিন্ন স্থাপনায়।
নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা খাওয়া-দাওয়া ছেড়ে কোমর বেঁধে নির্বাচনী মাঠে দিন-রাত সময় দিচ্ছেন। নির্বাচন কমিশন জানায়, নির্বাচনী প্রচার প্রচারণায় কোনো ধরনের আচরণ বিধি লঙ্ঘন করলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা দলবেঁধে প্রচার প্রচারণায় নির্বাচনী এলাকা সরগরম করে তুলছেন। তারা অটোরিকশা, ইজিবাইক, নসিমন ও রিকশায় মাইক বেঁধে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
দুই ইউনিয়নে ১০৪ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ গ্রহণ করছেন। এরমধ্যে ৯নং উত্তর শিলমুড়ী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো: আবু ইসহাক নৌকা, স্বতন্ত্র প্রার্থী মো. অবদুস সালাম আনারস মার্কা ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ছোলেমান মোল্লা লাঙ্গল মার্কা নিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
৯নং দক্ষিণ শিলমূড়ী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান হাজী ফারুক হোসেন ভূইয়া নৌকা, স্বতন্ত্র প্রার্থী মো. দেলোয়ার হোসেন আনারস, প্রভাষক গোলাম হোসেন চশমা, এডভোকেট জহির উদ্দিন স্বপন ঘোড়া, সোহেবুল হোসেন মোটর সাইকেল প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
এদিকে সাধারণ সদস্য পদে ৮৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রচার প্রচারণা চালাচ্ছেন। উত্তর শিলমুড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন শিরিনা আক্তার।
নির্বাচনী সময় ঘনিয়ে আসার সাথে ইউপির বাজার, অলি-গলি, চায়ের দোকান, হোটেল, বিভিন্ন স্থাপনা ও বসত বাড়ির সামনে পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে। সকল প্রার্থীরা সবাই জয়ের ব্যাপারে আশাবাদী।
আওয়ামী লীগ মনোনীত ও বিদ্রোহী প্রার্থীদের মাঝে চলছে প্রতিযোগিতা। এরই মধ্যে পাওয়া গেছে বেশ কিছু অভিযোগ। ক্ষমতার অপব্যবহার করলে ছাড় পাবেনা কেউ এমনটাই হুশিয়ারি দিয়েছেন বিদ্রোহী প্রার্থীরা।
জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোস্তাফিজুর রহমান জানান, ইতমধ্যেই মাঠে কাজ করছেন নির্বাচন কমিশনের ম্যাজিস্ট্রেট। যে কোন ধরনের বেআইনী কাজ করলেই সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আগামী ১৬ই মার্চ শিলমূড়ী উত্তর ও দক্ষিণ ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিয় মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শিলমুড়ী উত্তরে ভোটার সংখ্যা ১৭,২২৫। এর মধ্যে পুরুষ ভোটার ৮,৯৪৪ এবং মহি ভোটার ৮,২৮১ জন।
দক্ষিণ শিলমূড়ী ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪,১৬২। এর মধ্যে পুরুষ ভোটার ১২,১৫৭ এবং মহিলা ভোটার ১২,০০৫ জন।