বিজয়ের বাংলা:
জাতীয় সংসদে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণে ৬০টি সংরক্ষিত আসন বরাদ্দ এবং একজন উপ-রাষ্ট্রপতি এবং একজন উপ-প্রধানমন্ত্রীর পদ সৃষ্টির দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ। একই সাথে সরকারি চাকরিতে ২০ শতাংশ কোটা পদ্ধতি চালুসহ ৫টি দাবি জানিয়েছে
সংগঠনটি। শুক্রবার (২২ অক্টোবর) বিকাল থেকে ০৫ দাবি নিয়ে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বাংলাদেশ হিন্দু পরিষদসহ বেশ কয়েকটি সংগঠন এর নেতাকর্মীরা। কর্মসূচিতে পেশ করা সংগঠনের বাকি তিনটি দাবি
হলো-‘সংখ্যালঘু সুরক্ষা আইন’ পাশ এবং সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন, দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি এবং নিম্ন মাধ্যমিক পর্যায়ে সংস্কৃত শিক্ষা পুনরায় চালু করা, সরকারি চাকরিতে ২০ শতাংশ কোটা পদ্ধতি চালুসহ হিন্দু ধর্মীয় শিক্ষার্থীদের
জন্য সব মাধ্যমিক বিদ্যালয়ে হিন্দু ধর্মীয় শিক্ষক নিয়োগ নিশ্চিত করা ও বেদখলকৃত সব ‘দেবোত্তর’ সম্পত্তি স্ব স্ব মঠ-মন্দিরে হস্তান্তরসহ বন্ধ জাদুঘরের পরিবর্তে উদ্ধারকৃত হিন্দু সম্প্রদায়ের প্রতিমা মঠ-মন্দিরের কাছে ফেরত দেওয়া। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে
শাহবাগ মোড়ে অবস্থান নেয় বাংলাদেশ হিন্দু পরিষদ। অবরোধ পরবর্তী সময়ে সন্ধ্যা ৬টার দিকে মশাল মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাব অভিমুখে রওনা দেন আন্দোলনকারীরা। বাংলাদেশ হিন্দু পরিষদের ডাকে কর্মসূচিতে জাগো হিন্দু পরিষদ,
বাংলাদেশ সনাতন কল্যাণ জোট, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ, ই’ন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনসহ বেশ কয়েকটি হিন্দু সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।