ছিল কাপড় হয়ে গেল ফুল! ব্যাপারটা কিছুটা সে রকমের। ব্রাজিলের মেকআপ আ’র্টিস্ট মারিয়া মারির। তিনি একজন টিকটক তারকা। তিনি গত ৫ বছর ধরে টিকটকে মেকআপ করার নানা ভিডিও পোস্ট করেন। মেকআপে তার চেহারা বদলে ফেলা রূপ চমকে
দিয়েছিল নেটিজেনদের। তার অনুগামী সংখ্যা এক কোটি ৬০ লাখ। মারিয়ার ত্বকের বিশেষত্ব হলো তার পুরো মুখটাই দাগে ভরা।এই ধরনের দাগ ছোপকে ফ্রেকলস বলে। দাগ ছোপ ত্বক বিদেশিদের কাছে তেমন অপছন্দের নয়। বরং অনেকেই রীতি মতো কৃত্রিম পদ্ধতিতে মুখে ফ্রেকলস তৈরি করেন। ব্রাজিলের ওই তরুণী তার সাজগোজের
ভিডিওতে সেই ফ্রেকলস ঢেকে দেওয়াতেই বিরূপ প্রতিক্রিয়া আসতে শুরু করে। কেউ বলেন, তোমাকে স্বাভাবিক ত্বকেই ভালো লাগে। কারো প্রশ্ন ফ্রেকলসগুলো ঢাকলে কেন? ওগুলো ছাড়া খারাপ লাগছে তোমায়। মারিয়া ওই ভিডিওটি ট্রান্সফর্মেশন ভিডিও নামেই পোস্ট করেছিলেন। এই ধরনের মেকআপ ট্রান্সফর্মেশন
বা রূপান্তর ভিডিও সাধারণত মেকআপের আগে ও পরে রূপ পুরোপুরি বদলে যায়। মারিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে। তাকে চেনাই যাচ্ছিল না মেকআপের পর। নেটিজেনদের প্রতিবাদে মারিয়া অবশ্য রেগে যাননি। বরং এতে তিনি খুশিই হয়েছেন বলে জানিয়েছেন।