1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
উন্নয়নশীল দেশগুলোর নতুন সংস্থা গঠনের প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর - ২৪ ঘন্টাই খবর

উন্নয়নশীল দেশগুলোর নতুন সংস্থা গঠনের প্রস্তাব পররাষ্ট্রমন্ত্রীর

  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
  • ৪৮ বার পঠিত

ঢাকা: বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতার জন্য কার্যকর কোনো আন্তর্জাতিক ফোরাম নেই বলে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, উন্নততর

সরবরাহ ব্যবস্থা, তথ্য বিনিময় ও অর্থনৈতিক উন্নয়নের জন্য বাংলাদেশ, ব্রাজিলসহ সমমনা দক্ষিণের রাষ্ট্রগুলোকে নিয়ে একটি সংস্থা গঠন করা যেতে পারে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রাজিলের নবনিযুক্ত রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ফেরিসের সাথে সাক্ষাতকালে তিনি এ প্রস্তাব দেন। রাষ্ট্রদূত ড. মোমেনের দেয়া ধারণাটিকে স্বাগত জানিয়ে বলেন,

তার দেশ পারষ্পারিক লাভজনক ইস্যুতে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে ফেরিস তার মেয়াদে ঢাকায় দায়িত্ব পালনকালে সরকারের সহযোগিতা চান।

বাংলাদেশ ও ব্রাজিলের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটির নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে অনেক কিছুতে মিল রয়েছে। তবে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ আরো বাড়াতে হবে। তিনি

বাংলাদেশের জ্বালানী, অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ব্রাজিলিয়ানদের বিনিয়োগের আহ্বান জানান। একই সাথে ড. মোমেন ব্রাজিল থেকে চিনি, সয়াবিন তেল ও উন্নত জাতের গাভী আমদানিতে বাংলাদেশের আগ্রহের কথা জানান।

উভয়ে আন্তর্জাতিক ফোরামে পরষ্পরকে সমর্থন দেয়ার বিষয়টি আলোচনা করেন। পররাষ্ট্রমন্ত্রী আগামী বছর সুবিধাজনক সময়ে ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা দ্যা সিলভাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com