1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ঈদগাঁওতে গণধ,র্ষণ মামলার বাদী গ্রেফতার - ২৪ ঘন্টাই খবর

ঈদগাঁওতে গণধ,র্ষণ মামলার বাদী গ্রেফতার

  • আপডেট করা হয়েছে: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৫ বার পঠিত

ঈদগাঁও: কক্সবাজার আদালত চত্বরে সংগঠিত কথিত বহুল আলোচিত সমালোচিত গণধর্ষণ মামলার বাদী রুনা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার বসত বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রুমা আক্তার কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদের শফিকুল ইসলামের মেয়ে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা নং ৩০/২৩ ১৭(২) এ বিজ্ঞ আদালত কর্তৃক
তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী ছিল। তা আমলে নিয়ে রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল মহিলা পুলিশ বসতবাড়ী থেকে রুনাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, গত বছরের মার্চে কক্সবাজার আদালত চত্বরে কথিত গণধর্ষণের মামলা দায়ের করে রুনা আক্তার। পরে মামলাটি আদালত কর্তৃক মিথ্যা প্রমাণিত হওয়ায় সংক্ষুব্ধ ব্যক্তি রাশেল উদ্দিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১৭(২) ধারার রুনার বিরুদ্ধে মামলা দায়ের করেন আদালতে। এ মামলায় রুনা তাকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com