1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
‘ইসির ওপর সরকারের হস্তক্ষেপ নেই, এটা প্রমাণ হয়েছে’ - ২৪ ঘন্টাই খবর

‘ইসির ওপর সরকারের হস্তক্ষেপ নেই, এটা প্রমাণ হয়েছে’

  • আপডেট করা হয়েছে: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ২৮৬ বার পঠিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের ভোট স্থগিতের সিদ্ধান্তে এটা প্রমাণ হয়েছে নির্বাচন কমিশনের ওপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। আর ভোট করতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক

সরকারের দরকার নেই। তবে তিনি এও বলেছেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে জনগণ হতবাক হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, একজন মন্ত্রী বা আওয়ামী লীগ নেতা হিসেবে নয়, ‘একজন সাধারণ মানুষ হিসেবে বলছি, ইসির সিদ্ধান্তে এটা প্রমাণ হয়েছে এতে সরকারের ভূমিকা নাই। তাদের সিদ্ধান্তই সবার উপরে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে, বিএনপি যে তত্ত্বাবধায়কের কথা বলে সেটার প্রয়োজন নেই।’

তথ্যমন্ত্রী গাইবান্ধার নির্বাচন নিয়ে কমিশনের সিদ্ধান্তের পক্ষে নয়। তিনি বলেন, ‘তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেখানকার ভোটার এই সিদ্ধান্তে হতবাক হয়েছে। কোথাও কোনো গন্ডগোল হয়নি। কোনো

অভিযোগ ছিল না, সহিংসতার কোনো ঘটনা হয়নি। ইসি পাঁচশ’ কিলোমিটার দুরে বসে সিসি ফুটেজ দেখে সিদ্ধান্ত নিয়েছে। ওটা আসলে কতটা কারেক্ট ফুটেজ দিচ্ছিল সেটা বড় প্রশ্ন।’

তিনি বলেন, ‘৯৮ টা কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের রিপোর্ট আছে, ভোট সুষ্ঠু হয়েছে। ইসির সিদ্ধান্ত প্রচণ্ড প্রশ্নবিদ্ধ বলে জনগণ বলছেন।’

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com