বিজয়ের বাংলা:তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম আলী আকবারি তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম আলী আকবারি ব’লেছেন, আসন্ন ভিয়েনা সংলাপে ইরানি আলোচকরা যেন আমেরিকা এবং ইউরোপীয়দের অন্যায় দাবি মেনে না নেন। তিনি গতকাল
তেহরানের জুমার নামাজের খুতবায় আরো বলেন, পরমাণু আলোচনায় ইরানের সম্মান এবং মর্যাদা ধরে রাখতে হবে ও শত্রুর যেকোনো দাবির কাছে নতিস্বীকার করা যাবে না। তিনি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র
নানা ভিত্তিহীন অভিযোগের প্রতি ভ্রুক্ষেপ না করার জন্যও ইরানি আলোচক দলের প্রতি আহ্বান জানান। চলতি ব’ছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান ছয় দফা
আলোচনা করেছে। ২০১৫ সালে স্বাক্ষরিত যে পরমাণু সম’ঝোতা থেকে আমেরিকা ২০১৮ সালে বেরিয়ে গিয়েছিল সেটিকে আবার কার্যকর করার লক্ষ্যে এসব আলোচনা অনুষ্ঠিত হয়।
কিন্তু ওই ৬ দফা সংলাপ থেকে কোনো ফল বের হয়ে আসেনি। আগামী ২৯ নভেম্বর থেকে ভিয়েনায় আবার ওই আ’লোচনা শুরু হওয়ার কথা রয়েছে।সূত্র-পার্সটুডে।