1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ইরানের সেনাবাহিনী শত্রুর অপূরণীয় ক্ষতি করতে সক্ষম - ২৪ ঘন্টাই খবর

ইরানের সেনাবাহিনী শত্রুর অপূরণীয় ক্ষতি করতে সক্ষম

  • আপডেট করা হয়েছে: মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৭৫ বার পঠিত

বিজয়ের বাংলা:
ইরানের ক্ষেপণাস্ত্র ইসলামি প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া বিমানঘাঁটির একজন কর্মকর্তা বলেছেন, ইরানের সামরিক বাহিনী শত্রুর জন্য অপূরণীয় ক্ষ’তিসাধন করে দেয়ার ক্ষমতা রাখে। ইহুদিবাদী ইসরাইল যখন ইরানের ওপর হামলা

চালানোর জন্য দফায় দফায় হুমকি দিচ্ছে তখন খাতামুল আম্বিয়া বিমানঘাঁটির ওই কর্মকর্তা এই কথা বললেন।গতকাল (সোমবার) একদল শিক্ষাবিদের সঙ্গে আলোচনার সময় নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আমেরিকা ও কয়েকটি ইউরোপীয় দেশের সমর্থনপুষ্ট ইহুদিবাদী

ইসরাইল হচ্ছে মধ্যপ্রাচ্যে হুমকি এবং নিরাপত্তাহীনতা সৃষ্টির প্রধান উৎস তবে এই হুমকি নস্যাৎ করার জন্য পরিকল্পনা করেছে তেহরান। খাতামুল আম্বিয়া বি’মানঘাঁটির ওই কর্মকর্তা আরো বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে বিশেষ করে গত দুই দশকের বেশি সময় ধরে যে আর্থিক এবং মানবীয় ক্ষয়ক্ষতি হচ্ছে তা

মূলত ইহুদিবাদী ইসরাইলের দাবি এবং কৌশলের কাছে ওয়াশিংটনের আত্মসমর্পণের কারণে। তবে ইহুদিবাদী সরকার এবং আমেরিকার মধ্যকার সম্পর্ক খুব শিগগিরই লস-লস পরিস্থিতিতে পড়বে এবং আমরা সময়মতো তার বৈশিষ্ট্য এবং উপাদানগুলো তুলে ধরবো।সূত্র-পার্সটুডে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com