1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
ইয়েমেনের লাখ লাখ মানুষএখন দুর্ভিক্ষের দোরপ্রান্তে! - ২৪ ঘন্টাই খবর

ইয়েমেনের লাখ লাখ মানুষএখন দুর্ভিক্ষের দোরপ্রান্তে!

  • আপডেট করা হয়েছে: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৬৯ বার পঠিত

বিজয়ের বাংলা:
সৌদি আগ্রাসনের শিকার ইয়েমেনের লাখ লাখ মানুষ ভয়াবহ দুর্ভিক্ষের একেবারে দোরগোড়ায় রয়েছেন যার মধ্যে বহু সংখ্যক নারী এবং শিশু আছে। নারীরা নির্বিচারে এই ভয়াবহ দুর্ভিক্ষের

কবলে পড়তে যাচ্ছেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। জাতিসংঘের জনকল্যাণ বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথ এই হুঁ’শিয়ারি উচ্চারণ করেছেন। গত (বুধবার) ইয়েমেন বিষয়ক এক বৈঠকে বিশ্ব নেতাদেরকে গ্রিফিত বলেন,অরক্ষিতরা সব

সময় সংকটের জন্য চরম মূল্য দিয়ে থাকে। তিনি আরো বলেন, বহুসংখ্যক ইয়েমেনি শিশুর জন্য যুদ্ধ এখন জী’বনের বাস্তবতা হয়ে উঠেছে, যে যুদ্ধ তাদের জীবনের নিরাপত্তা, শিক্ষা এবং

সুযোগগুলোকে কেড়ে নিয়েছে। তিনি আরো বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতায় নারী এবং মেয়েরা সবচেয়ে বেশি ক্ষুধা এবং রোগ-ব্যাধিতে ভুগে থাকেন। মার্টিন গ্রিফিত বলেন, যুদ্ধে

অভ্যন্তরীণভাবে শরণার্থীতে পরিণত হওয়া মানুষ প্রতিদিন টিকে থা’কার লড়াই করছে যাদের সামনে প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ একেবারেই কম।সূত্র-পার্সটুডে।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com