বিজয়ের বাংলা:
ইন্ডিয়া থেকে আগত প্রথম টিকা জনসমক্ষে প্রধানমন্ত্রীর নেয়া উচিত তাতে আস্থা জন্মাবে:ডা.জাফরুল্লাহ।করোনাভাইরাসের প্রথম টিকা জনসমক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া উচিত বলে মনে করেন
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা.জাফরুল্লাহ চৌধুরী।বুধবার (২০ জানুয়ারি) বিকেলে একটি গণমাধ্যমের কাছে এ মত তুলে ধরেন তিনি।ডা.জাফরুল্লাহ চৌধুরী বলেন,‘টিকার ক্ষেত্রে সরকার সবচেয়ে
বড় ভুলটা হচ্ছে,পয়লা টিকাটা নেয়া উচিত প্রধানমন্ত্রীর।পাবলিকলি টেলিভিশনের সামনে টিকা উনি নিলে লোকের আস্থা জন্মাবে। পাশাপাশি প্রত্যেক মন্ত্রীর জেলা
শহরে গিয়ে সবার আগে টিকা নেয়া উচিত।তাহলে লোকের আস্থা জ’ন্মাবে ও তাদের বুঝিয়ে বলা যাবে।’ টিকাগ্রহণের ক্ষেত্রে যে
অগ্রাধিকার জনগোষ্ঠী ঠিক করা হয়েছে,তা ঠিকই আছে বলেও মনে করেন ডা. জাফরুল্লাহ।