নট আউট ডেস্কঃ চলতি সেপ্টেম্বরেই আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই। আসন্ন এই বাছাইপর্বের জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে দলে নেই খুব একটা চমক। গত
ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে থাকা প্রায় সবাই আছেন এই দলেও। এদিকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন পেসার মারুফা আক্তার। এছাড়া দলে ফেরানো হয়েছে বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলাকে। তবে বাদ পড়েছেন সুরাইয়া আজমিন
ও ফারিহা তৃষ্ণা। এছাড়া ১৫ জনের দলে আসেনি খুব একটা পরিবর্তন। টি-টোয়েন্টি বিশ্বকাপেও জাতীয় দলের নেতৃত্বে থাকিছেন, উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যোতি। সংযুক্ত
আরব আমিরাতের আবুধাবিতে দুই গ্রুপে ভাগ হয়ে বাছাই পর্ব খেলবে মোট আটটি দল৷ যেখানে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের টিকিট কাটতে বাঘিনীদের লড়তে হবে আয়ারল্যান্ড,
স্কটল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের নারী দলের বিপক্ষে লড়তে হবে। উল্লেখ্য, আগামী ১৮ সেপ্টেম্বর পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের৷ ২৫ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপ বাছাইয়ের।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ নারী দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমিন আক্তার, শারমিন সুলতানা, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মন্ডল, সালমা খাতুন, সোবহানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।