1. atikurrahman0.ar@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  2. Mijankhan298@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  3. rabbimollik2002@gmail.com : Bijoyerbangla News : Bijoyerbangla News
  4. msthoney406@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
  5. abur9060@gmail.com : বিজয়ের বাংলা : বিজয়ের বাংলা
'আমাদের সঙ্গে প্রেম করে আ.লীগ তিন তিনবার ক্ষমতায় গেছে' - ২৪ ঘন্টাই খবর

‘আমাদের সঙ্গে প্রেম করে আ.লীগ তিন তিনবার ক্ষমতায় গেছে’

  • আপডেট করা হয়েছে: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৭৭৩ বার পঠিত

‘আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো প্রেম নেই। আমাদের সঙ্গে প্রেম করে আওয়ামী লীগ তিনবার রাষ্ট্রক্ষমতায় গেছে। এখন আমাদের ওপর নির্যাতন করছে।’শনিবার বিকালে এক সভায় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এসব কথা বলেছেন।রাজধানীর ডিপ্লোমা

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণের বর্ধিত সভায় চুন্নু চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়েও কথা বলেন।জাতীয় পার্টির মহাসচিব বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করছেন,

প্রার্থীদের নির্বাচনের মাঠ থেকে উঠিয়ে দিতে চাইছেন।তিনি আরও বলেন, ‘আর কোনো জোট নয়, জাতীয় পার্টি আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচন করবে।’সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম

কাদের।জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেনের সভাপতিত্বে সভায় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া, মীর আবদুস সবুর, সাইফুদ্দিন আহমেদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার, লিয়াকত হোসেন, জহিরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর পড়ুন
© All rights reserved 2022
Site Developed By Bijoyerbangla.com